Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে উপজেলা রিসোর্স সেন্টার

সমতাভিত্তিক ও মানসম্মত প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ইউআরসি, ডামুড্যা, শরীয়তপুর প্রতিশ্রুতিবদ্ধ । প্রাথমিক শিক্ষার সার্বিক দায়িত্ব সাংবিধানিকভাবে রাষ্ট্রের উপর এবং তা বিবেচনায় প্রাথমিক শিক্ষাকে সাংবিধানিকভাবে অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়েছে । মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য মানসম্মত শিক্ষকের বিকল্প নেই । মানসম্মত শিক্ষক তৈরীর লক্ষ্যে উপজেলা রিসোর্স সেন্টার, ডামুড্যা, শরীয়তপুর ২০২১-২২, ২০২২-২৩ এবং 2023-24 অর্থ বছরে গণিত অলিম্পিয়াড প্রশিক্ষণ-৯০ জন, বিঃ ভিঃ বাংলা প্রশিক্ষণ, ১২০ জন শিক্ষককে, বিঃ ভিঃ ইংরেজী (TMTE) প্রশিক্ষণ ৯০ জন,  ডিও পার্ট সম্বলিত বিঃ ভিঃ বিজ্ঞান ১৫০ জন, SEND  প্রশিক্ষণে ৬০ জন প্রধান শিক্ষক এবং ৬০ জন সহকারি শিক্ষক, শিক্ষাক্রম বিস্তরন বিষয়ক প্রশিক্ষণে ৩৬০ জন এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রনয়ন বিষয়ক প্রশিক্ষণে ৬০জন, প্রাক প্রাথমিক ইনডাকসন প্রশিক্ষণ ১৭ জন, প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণ ২৫ জন এবং ৩য় ও ৫ম শ্রেনিতে বাংলা ও গনিত বিষয়ে পাঠদানকারী মোট ১৮০ জন শিক্ষককে জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন বিষয়ক অরিয়েন্টেশন প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে শ্রেণিওয়ারি বাংলা ও ইংরেজি লিখন ও পঠন দক্ষতা উন্নয়ন এবং গণিতের মৌলিক বিষয়সমূহসহ বাড়ির কাজ ও ধারাবাহিক মূল্যায়নে সহায়তা প্রদান করা হয়েছে । এছাড়া ইউআরসি সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে যাবতীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, বৃক্ষরোপন কর্মসূচী, বিদ্যালয় পর্যায় মা সমাবেশ, হোম ভিজিট, উঠান বৈঠক, শিশু বরণ, উপজেলা শিক্ষা কমিটির সভা সহ বিভিন্ন কার্যক্রম সম্পাদন করা হয়েছে।