Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে উপজেলা রিসোর্স সেন্টার

জন্মলগ্ন থেকেই অত্র প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সকল স্বল্প মেয়াদী প্রশিক্ষণ উপজেলা পর্যায়ে আয়োজন ও বাস্তবায়নে প্রতিষ্ঠানটি নেতৃত্ব প্রদান করে থাকে। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৩) সমাপ্ত হয়েছে। এ কর্মসূচীর আওতায় অত্র দপ্তর কর্তৃক শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ে প্রধান শিক্ষকদের ৬০জন, প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ ৭৫ জন, প্রাক প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ ১১২জন, বিষয়ভিত্তিক বাংলা ৭৫জন, প্রাথমিক গণিত ১২৫জন, প্রাথমিক বিজ্ঞান ৭৫জন, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭৫জন,্‌ বিষয়ভিত্তিক ইংরেজি ৩৭৫জন, যোগ্যতাভিত্তিক অভীক্ষাপদ প্রণয়ন ও উন্নয়ন ৫৭০জন, নবনিযুক্ত শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণ ২৫জন, টিচার্স সাপোর্ট নেটওয়ার্ক বিষয়ে ১২০জন, প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ৩০জন, শারীরিক শিক্ষা ৫০জন, চারু ও কারুকলা ৮৪জন, সংগীত ১২০জন এবং ৯০জন প্রধান শিক্ষককে চাহিদাভিত্তিক সাবক্লাষ্টার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

ইতোমধ্যে ০১ জুলাই ২০১৮ থেকে পিইডিপি-৪ এর কার্যক্রম শুরু হয়েছে এবং এ কর্মসূচীর আওতায় ২০১৮-১৯ অর্থবছরে ৮২জন শিক্ষককে মার্কার প্রশিক্ষণ এবং ২৩জন প্রধান শিক্ষককে লিডারশীপ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া অত্র দপ্তর কর্তৃক প্রস্তাবিত এবং অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ইনোভেশন কার্যক্রমের আওতায় ৬৫ জন বাংলা বিষয়ে পাঠদানকারী শিক্ষককে ওরিয়েন্টেশন প্রদান করা হয়েছে। তাদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

বর্তমানে চাহিদাভিত্তিক সাবক্লাষ্টার প্রশিক্ষণ আয়োজন ও বাস্তবায়নে ইউআরসি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে। বিগত ২০১৬-১৭, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরে অত্র দপ্তর চাহিদাভিত্তিক সাবক্লাষ্টার প্রশিক্ষণ বাস্তবায়নের জন্য শিক্ষকদের চাহিদা ডাটাবেইজকরণ, প্রশিক্ষণের বিষয় নির্ধারণ, প্রশিক্ষণের ম্যানুয়াল তৈরি, ম্যানুয়ালের উপর প্রশিক্ষকদের ব্রিফিং, সাবক্লাষ্টার পরিদর্শন ও ফিডব্যাক প্রদান করেছে।