Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রধান অর্জন

অত্র উপজেলার প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদেরকে লিডারশীপ প্রশিক্ষণ ও উপজেলার সকল শিক্ষককে যোগ্যতাভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ক মার্কার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রত্যেকটি বিদ্যালয়ের বিষয়ভিত্তিক শিক্ষকদের বিষয়ভিত্তিক বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, সংগীত, শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং একইসাথে নবনিযুক্ত সহকারি শিক্ষকদের ইনডাকশন প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। বিগত ২০১৬-১৭ অর্থবছর থেকে অত্র দপ্তর চাহিদাভিত্তিক সাবক্লাষ্টার প্রশিক্ষণ বাস্তবায়নের জন্য শিক্ষকদের চাহিদা ডাটাবেইজকরণ, প্রশিক্ষণের বিষয় নির্ধারণ, প্রশিক্ষণের ম্যানুয়াল তৈরি, ম্যানুয়ালের উপর প্রশিক্ষকদের ব্রিফিং, সাবক্লাষ্টার পরিদর্শন ও ফিডব্যাক প্রদান করে যাচ্ছে। বিদ্যালয় পর্যায়ে লেশন স্ট্যাডি ও পাক্ষিক সভা অনুষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ২০২০-২১ শিক্ষাবর্ষের বার্ষিক পাঠপরিকল্পনা ও রিকভারী পরিকল্পনার উপর ওরিয়েন্টেশন প্রদান করা হয়েছে। ক্লাষ্টার ও বিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের গুগল মিটে পাঠ প্রদান মনিটরিং করে প্রয়োজনীয় ফিডব্যাক প্রদান করা হয়েছে। করোনা মহামারীকালীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ননের জন্য স্ব-উদ্যোগে বাংলা ও ইংরেজি বিষয়ে শিক্ষকদের সঞ্জিবনী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।